Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কালিয়াইশ ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম কালিয়াইশ, ৩টি গ্রাম নিয়ে  কালিয়াইশ ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে জনাব রহিম বকসু চৌং, জনাব হাজী মোঃমোনাফ কোং, মোঃ ফজল করিম , জনাব আলী আহমদ খান ভাসানী (ভারপ্রাপ্ত)  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে জনাব নজির আহমদ (১৯৮২),জনাব মোঃইদ্রিচ মিয়া (১৯৮৯),জনাব শহীদুল আলম (প্রশাসক,১৯৯৩),জনাব আহমদ কবির (১৯৯৮),জনাব সব্বির আহমদ ওসমানী (২০০৩-২০১১)সালে দায়িত্ব ভার গ্রহণ করেন। বর্তমানে ০৯টি ছোট গ্রাম মিলিয়েই কালিয়াইশ ইউনিয়ন পরিষদ।

..